বড় ভাই টাকলা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-০৩-২০২২ ইং
বড় ভাই যে টাকলা
পরের ধন কে চাকলা
বিদায় বেলায় ঢাকলা,
ভাবো জাহা তাই কি আর হয়
লোকে বলে ভালো তো নয়
করো তুমি নয়-ছয়।
বলায় মিষ্টি দেওয়াতে দই
চিড়ে বদলে থালায় খই
এভাবে কি আর হয়,
বড় করে বলো যেটা
মিথ্যা কথা জানি সেটা
কুকুর কি বিড়াল হয়।
পলাশের মা গাল দিয়েছে
তার টাকা মেরে খেয়েছে
কি করে তা রাখলা,
বাগে পেলে লোকে তোমায়
বলবে তুমি ছাড়ো আমায়
তুলবে তোমার বাকলা।