টাকায় মান টাকায় প্রাণ
টাকা সবার অমূল্য,
টাকা ছাড়া কেউ চিনে না
নাই তার সমতুল্য।
টাকা ছাড়া দেয় না কেউ
কাউকে সম্মান,
টাকা থাকলে বাড়বে তোমার
দুনিয়ার বুকে মান।
তেলের মাথায় তেল দেবে
যতো হোক মন্দ,
পকেট ফাঁকা চিনবে না কেউ
করবে অপছন্দ।
টাকা ছাড়া দুনিয়া ফাঁকা
চিনবে না আপনজন,
টাকা থাকলে মূর্খ রাজা
মানে সকল সজন।
টাকা ছাড়া বুঝে না
সমাজে কিছু মানুষ,
টাকা ধর্ম টাকা কর্ম
টাকায় অমানুষ।