সূর্য মামা পাইনা দেখা
কেবল মাঘের শুরু,
আমায় দেখে বলবে কিছু
শীতে কাঁপা নুরু।
দাও এনে আলো কুড়িয়ে
মাখি হীম বাতাসে,
একটু মেখে সতেজ হবো
মাঘের ভীষণ ত্রাসে।
আমায় দিবে খুশির চাদর
সয়না আমার প্রাণে,
মিথ্যে কথায় সান্তনা পাই
ছুটি পেটের টানে।
একটু দেখা দাওনা তুমি
ডাকি সূর্য মামা,
মাঘের শীতে যাবো মরে
নেইতো আমার জামা।
হৃদয় মাঝে রঙিন স্বপ্ন
তোমার আশা পথে,
মুখোশ পরে আর থেকো না
নাওনা আলোর রথে।