সোনার দেশে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০২-২৩ ইং
সবুজ শ্যামল সোনার দেশে
নদী ভরা জল,
পাখি ডাকে কিছিরমিছির
গাছে পাকা ফল।
এই মাটিতে জন্ম আমার
মাটি সুখের রেশ,
কোথাও খুঁজে পাবে নাতো
এমন সোনার দেশ।
শহীদদের ত্যাগের বিনিময়
প্রিয় বাংলা ভাষা,
কোথাও গেলে পাবে নাতো
এমন ভালোবাসা।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য
বিধাতার দান,
এমন দেশ কি আছে কোথাও
আমার দেশের সমান।