সত্য কথা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০২-২০২৩ ইং
প্রতিদিনে কতো কবি
সত্য লিখে যাঁরা,
সুশীল সমাজ গড়বে তারা
পাড়া দিবে সাড়া।
মনের কথা ফোঁটায় কবি
জীবন উজাড় করে,
কেউবা আবার পাগল বলে
কারো মনে ধরে।
সাধ আছে তার সাধ্য নাইরে
কলম সাথে রাখে,
যদি কিছু পায় তাই লিখে যায়
ওদের পাশে থাকে।
মিথ্যা কথা বলতে মানা
থাকে লোকের পাশে,
সত্য কথা বলতে মানা
বুঝবে কবি বশে।