ছোট্ট জীবনে এতো কষ্ট
পারি নাতো মানতে,
জীবন নদীর নৌকা চলে
ডুবু ডুবু শুনতে।
তীরে এসে তরী ডুবে
কেমনে উঠবো কূলে,
ভাঙ্গা গড়া এই তো জীবন
চলছে শুধু ভুলে।
মনে হয় তো পেয়েছি সুখ
সব আমার কল্পনা,
হঠাৎ ঝড়ে জীবন আমার
হয়ে গেল জল্পনা।
কত পাপ করছি জীবনে
এই জগৎ মাঝে,
চোখের জল শুকিয়ে গেছে
মন চায় না সাজে।
চলতে গেলেও ভয় লাগে
যাবো বুঝি পরে,
প্রভু আমায় ক্ষমা করো
ফিরি যেন তীরে।