ছোট্ট খোকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৫-২০২১ইং
ছোট্ট খোকা মাকে বলে
যাওনা মাগো শুনে,
এবার ঈদে চাইনা কিছু
নতুন জামা কোনো।
নতুন জামা কিনতে হলে
যাবে সবার কাছে,
সেখান থেকে ধরতে পারে
করোনা ভাইরাসে।
মিলেমিশে থাকব মোরা
থাকব খুশি তাতে,
ঈদের খুশি কম হবে না
সকলে একসাথে।
এবার যদি বাঁচি মাগো
এই করোনা থেকে,
ঈদ জীবনে আসবে মাগো
সুখের পরশ মেখে।