শরত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-১০-২০২২ ইং
শরতের ঐ সাদা মেঘে
কাশফুলে ভাসছে,
খালবিল আজ জেগে উঠেছে
ফসলের মাঠ হাসছে।
আশ্বিন মাসে ভরা নদী
সারা তাই পড়ছে,
সাদা বকে উঁচু ডালে
বাসা তার গড়ছে।
গায়ের বধু কাশ ফুলেতে
বাঁশির সুর ডাকছে,
ইলিশ মাছের সাধের কথা
শরতে তাই রাখছে।
খোকা বাবু পাল তুলেছে
মাঝি টানছে গুণ,
আমলকি আর চালতা ফুলে
আছে কিছু চুণ।
আলতা রাঙ্গা নুপুর পায়ে
বধু যায় চলে,
শরতের এই বিকাল বেলায়
শরত ময় বলে।