এসেছে শরৎ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৯-২০২১ ইং
রোদ আর বৃষ্টির খেলার মাঝে
হঠাৎ আকাশ নীল,
দূর আকাশে ভেসে বেড়ায়
পাখির রাজা চিল।
শিয়াল মামা বিয়ে করে
কাশফুল গোধূলি,
শিশির ভেজা আলতা পায়ে
নাম তার অঞ্জলি।
নতুন ধানে কৃষক হাসে
প্রিয় রঙধনু,
যত্ন করে ফসল তুলে
ফুলের সেই রেণু।
পদ্ম ফুলে শরৎ এবার
স্বপ্নরা ভাসে,
শাপলা পদ্ম ফুলের বাহার
অঞ্জলি হাসে।
কুমড়ী বিলে মাঝির কণ্ঠে
নতুন সুর মাতে,
চাঁদ শরতে বেজায় খুশি
মিষ্টি কথাতে।