শ্রেষ্ঠ মানব আমরা সবাই
জগৎ মাঝে কেউ নয়,
কর্মের মধ্য মিলে থাকে
নয়তো সে অভিনয়।
জগৎ বুকে বহু জীবে
আছে নানা ভাবে,
মানবের মত বিবেক বুদ্ধি
জীবের নাই খাটাবে।
ক্ষুধার যন্ত্রণায় পশু দেখি
পশু কে পশু খায়,
বিবেক বুদ্ধি মানব জাতির
ভালো-মন্দ শেখায়।
ভালো কর্মে মানুষ হয় যে
জগৎ বুকে স্মরণীয়,
কর্মে ফলে দোষী হয়ে
মানব সে নিন্দনীয়।
ভালো কাজের জন্য মানুষ
জীবন দেয় বিসর্জন,
বইরের পাতা সাক্ষী তাহার
করেছে সে অর্জন।
বন্দি জীবন মানুষের নয়
পশুর শোভা যে পায়,
মন কে তুমি প্রশ্ন করো
হবে নাতো অন্যায়।