স্মরণ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০১-২০২২ ইং
সময় চলে তার গতিতে
হয় কি কারো আপন,
সময়ের সাথে তাল মিলিয়ে
করতে হবে বরণ।
একদিন তুমি ক্লান্ত হয়ে
খুজবে যখন কারণ,
কি করিলাম এই জগতে
মৃত্যু করবে স্মরণ।
অন্ধ হয়ে পথিক বেশে
পায়নি সাধুর চরণ,
বেলা শেষে শূন্য হাতে
হবে একদিন মরণ।
জগৎ নেশায় অন্ধ হয়ে
দেখছি কতো স্বপন,
সময় একদিন পৌঁছে দিবে
থাকবে না আর গোপন।
যাবার আগে প্রাণের নবী
চাই আপনার দর্শন,
জীবন আমার বৃথা যাবে
হলে আমার মরণ।