শর্ত
মোঃ বুলবুল হোসেন

মাসের শেষে ইনকাম করে
পাই সামান্য অর্থ,
ডালে ভাতে হয় না পূরণ
যত থাকে শর্ত।

বলতে পারো স্বজন যারা
অভাব কেমনে তাড়াই,
নুন কে আনতে পান্তা ফুরায়
হাত দুটো কে বাড়াই।

মাসের শেষে হচ্ছে প্রসার
দেনার সকল গর্ত,
এভাবে আর যায় না বাঁচা
সব লাগে অনর্থ।

রাতে দিনে ভেবে মড়ি
এখন কাকে ধরি,
ঋণের যত বড় গর্ত
কি করে যে ভরি।