শরতের সকালে
তাল কুড়িয়েছি জালে।
কাশফুলের শারি,
মন মেতেছে যৌবনে।
ব্যাকুল হৃদয় অর্জনে।


কষ্ট

মনের কষ্ট আজ
বোঝার মতো, নাই তো কেউ।
দুঃখের পরে যে ,
সুখ আসে বলে জ্ঞানী।
চলতে হবে সাবধানী।