সর্বনাশ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০১-২০২৩ ইং

স্বাধীন দেশে জন্ম আমার
কত জশ-খ্যাতি,
বিচার মানি তালগাছ আমার
বাঙালি জাতি।

সবার নয় শৃঙ্খলা আইন
বন্ধ মুখের ভাষা,
কেউবা হাসে কেউ বা কাঁদে
কেউবা হারায় আশা।

জমি নিয়ে ভাগাভাগি
কেউবা কারাগারে,
পরের জন্য নীতিমালা
নিজে কি আর করে।

নুন আনতে পান্তা ফুরায়
তারা  কি ভালো আছে,
দেখার মতো কেউ নাই এদের
নীতিকথা আছে।

পরের ধনে খবরদারি
টাকায় সে বিশ্বাসী,
বসে আছে সাধু সেজে
রাতে সর্বনাশী।