স্বপ্ন নিয়ে বেঁচে আছি
স্বপ্নের মাঝে সুখী,
স্বপ্ন তোমায় কাছে পাবো
হয়ে যাব কর্মমুখী।
তোমার দেখা পাবো বলে
হেঁটে চলা পথে,
হয়তো দেখা হবে আমার
স্বপ্ন তোমার সাথে।
রাতে তুমি জোসনা তাঁরা
দিনের স্বপ্ন আঁকা,
ঝড়ের রাতের মতন তুমি
হবে না তো ফাঁকা।
স্বপ্ন তুমি অধরা জানি
হবে তোমায় ছোঁয়া,
তোমার পিছু ছাড়বো না আজ
স্বপ্ন আকাশছোঁয়া।
স্বপ্ন তুমি সুখের ঘরে
মনের মাঝে বাজে,
কোথায় যাবে স্বপ্ন তুমি
তুমি সকল কাজে।