ছন্নছাড়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৭-০৩-২০২২ ইং

দয়া করো প্রভু আমায়
মহান দয়াময়,
তোমার ছায়ায় থাকতে পারি
এই আমার বিনয়।

চায়না টাকা চাইনা সোনা
চাই তোমার দয়া,
গুনাগার কে  ক্ষমা করো
করো একটু মায়া।

চলার পথে করেছি পাপ
চাই একটু ক্ষমা,
তুমি ছাড়া এই জগতে
কে নিবে জিম্মা।

তুমি হলে দয়ার সাগর
দয়া ভিক্ষা চাই,
খেয়াল রেখো গুনাগার কে
তোমার ছায়া পাই।

তোমার পথে রেখো প্রভু
না হই  ছন্নছাড়া,
প্রাণের নবী বুঝতে চায় না
এই উম্মত ছাড়া।