সঙ্গীহীন জীবন নিয়ে
এসেছি এই জগতে।
তখনো তো দিব্যি ভালো
ছিলাম মায়ের কোলে, দুনিয়ার বুকে।
মাঝে কিছুদিন মায়ার খেলা
পুতুল খেলার ছলে।
সকাল বেলায় খেলা শুরু
বিকাল বেলায় ভেঙ্গে ফেলে।
মিছে কায়া ভবের মায়া আছি পরে
দুই দিনের এই রঙ্গমেলায়।
অন্ধকারে ডুবে আছি, জগৎ মায়ায়।
আবার সঙ্গীহীন জীবন নিয়ে,
জগৎ থেকে নেবো চিরবিদায়।