ছন্দের পিছু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০৭-২০২১ ইং

ভালো মন্দের ধার ধারি না
সবি হয় যে বাহার,
কথার মাঝে ও মিল পাইনা
তবুও নাম  তাহার।

সবাই দেখি অঙ্কন করে
মানবতার ছবি,
তাই না দেখে শতো কথা
লিখে চলে কবি।

সুখে দুখের কতো  স্মৃতি
মনটা লিখতে বলে,
ভালো কিছু করলে পরে
তোমার কেনো জ্বলে।

মিষ্টি হেসে বলে সবাই
আমি নাকি কবি,
সত্য কথা লিখে যাবি
বলছে  দাদু রবি।

নকশা বিহীন তৈরি হয়না
তোমার বাড়ির কিছু,
ছন্দ ছাড়া হয়না কবিতা
ছুটি ছন্দের পিছু।

তোমার কথা লিখবো আমি
মনে ছিল আশা,
এত ভালো লিখছি কিছু
বললে তুমি খাসা।