ছন্দের খেলা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০৬-২০২১ ইং
গদ্য লিখতে সবাই পারে
ইচ্ছামতো তবে,
পদ্য লিখতে ছন্দের খেলা
জানতে তোমার হবে ।
ছন্দ মাত্রা ঠিক না হলে
ভেঙে যাবে রীতি,
হিসাব কষে ছন্দ লেখা
মনে থাকে ভীতি।
নিয়ম-নীতি জানতে হবে
তোমার লেখার আগে,
জানার পরে পদ্য লেখা
সবার ভালো লাগে।
ছন্দ তাল লয় সহজ নয়তো
মাত্রাবিন্যাস থাকে,
নিয়ম-নীতি ঠিক থাকিলে
পদ্য বলি তাকে।
গদ্য ছন্দ তুমি লিখো
তোমার মতো করে,
তোমার লেখা পাঠক যেনো
বারে বারে পড়ে।
সত্যি কথা তুলে ধরো
শক্ত কলম তুমি,
সমাজ হবে ফুলের মতো
প্রিয় তোমার ভূমি।