ভোরবেলাতে বাবা বলে
চলো মাঠে যাই,
কাজের অনেক বাকি আছে
বাঁচার উপায় নাই।
সবাই দেখো সোনার জমিন
করছে কেমন চাষ,
সোনার জমিন তৈরি করি
সুখে যাবে মাষ।
তোমার বন্ধু সুমন মিয়া
মাঠে করছে কাজ,
মনের সুখে নিজের কাজে
নাই যে কেনো লাজ।
খোকা সোনা জেগে বলে
চলো মাঠে যাই,
পাখি সব ঘুমিয়ে আছে
পাড়া জাগে নাই।