শান্তি  প্রাণে পাকা ধানে
কৃষকের মুখে গান,
কষ্টের  ঘামের পেয়েছে দাম
গোলা ভরা যে ধান।


নতুন ধানের পিঠা পুলি
থাকবে পাড়া  মেতে,
হাসি মাখা  মুখে সবাই
আনন্দ-ফুর্তিতে।


শিশির দেখো জমে আছে
সোনালী ধান শীষে,
কৃষক দেখো চেয়ে আছে
শিশির কেমন কষে।

মৃদু হাওয়া মিষ্টি ঘ্রাণে
ভরে গিয়াছে প্রাণ,
কৃষক ধানে আঁকড়ে ধরে
তুই যে আমার জান।


রঙিন শাড়ি পায় কৃষাণী
শান্তি তাহার মনে,
আজ নতুন সুখের উল্লাসে
বাধ মানে না প্রাণে।