সোনালী দিন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৫-২০২১ ইং
আসবে ফিরে সোনালী দিন
মিলেমিশে চলা,
দুঃখ-কষ্ট দূরে ঠেলে
হাসি মুখে বলা।
আসবে ফিরে সোনালী দিন
গ্রামের মেলায় যাব,
সারা মেলা ঘুরে আমরা
দই আর মিষ্টি খাব।
আসবে ফিরে সোনালী দিন
পাঠশালাতে যাওয়া,
প্রিয় বন্ধু তোকে নিয়ে
ফুচকা মুড়ি খাওয়া।
আসবে ফিরে সোনালী দিন
বলবে দাদা এসে,
স্বাধীন দেশে জন্ম সবার
চলবে মিলেমিশে।
আসবে ফিরে সোনালী দিন
থাকবে না আর জ্বালা,
অনাহারে থাকবে না কেউ
মুখে দিয়ে তালা।