সম্পর্ক
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-০৩-২০২২ ইং
চারিদিকে বিশ্বাস ঘাতক
পাওয়া কঠিন বিশ্বস্ত মানুষ
এটা ভাগ্যের ব্যাপার।
ভালোবাসার প্রতিশ্রুতি
দিয়ে পূর্ণতা দেয় এমন
মানুষ হয় কি আবার।
তোমায় ভীষণ ভালোবাসি
তুমি ছাড়া বেঁচে থাকা
সম্ভব নয় এখন আর,
জীবনের শেষ মুহূর্ত যে
ছায়ার মতো পাশে থাকবো
হয়ে ওঠে না তার।
কেউ দেখায় শত অজুহাত
যে থাকার সে ঠিকি থাকবে
বাধা নয় পরিবার,
চলার পথে বাধা আসবে
তাই বলে কি থেমে থাকবে
আসবে ফিরে আবার।
সম্পর্কের আগে দেখে নিন
সে আপনার যোগ্য কিনা
ভরসা করার মতো,
বন্ধ চোখে বিশ্বাস করো
বন্ধনে আবদ্ধ আগে
রয় সন্দেহ যতো।