সমতায় সুখ
মোঃ বুলবুল হোসেন
কেনো এত তর্ক করো
গোবর আছে তার ঘটে,
তুমি করলে ষোল আনা
ভেবো নাতো তাই রটে।
ভেবেচিন্তে কাজটা করলে
পেয়ে যাবে আসল ধন,
কান নিয়েছে চিলে তোমার
চিলের পিছে ছোটে মন।
তর্ক করা মূর্খের সাজে
জ্ঞানীর কথা হয় না ভুল ,
তর্ক করে হয় নাতো জয়
তর্ক যত নষ্টের মূল।
সমতায় সুখ সমাজে পায়
তর্কে চলে বহুদূর,
জ্ঞানী লোকের নিরব থাকে
তর্ক থেকে সে চতুর।
তর্ক থেকে দূরে থাকো
সত্যের পথে চলো ভাই,
জ্ঞানে তুমি বিজয় হবে
ধারে কাছে সকল নাই।