অধিকাংশ মানুষ তো হয় গ্রামে বড়ো,
ঘরের আঙিনা আছে আগাছা তে লড়ো।
আগাছা মারার দুটি উপায় যে আছে,
প্রথম উপায় জানি সহজ তো আছে।
দ্বিতীয় উপায় যেনো সহজ যে নয়,
সহজ উপায় ঘাস যন্ত্র কাটা হয়।
আগাছা সমস্যা যেনো অল্প সমাধান,
শেকড়তো টেনে তুলে দেখো ব্যবধান।
মোট কথা সমস্যার মূল প্রয়োজন,
জীবন সম্পর্কে মাঝে দৃষ্টির যোজন।
মানব সমস্যা দ্রুত সমাধান চায়,
তাৎক্ষণিক কফির মতো সুখ চায়।
সমস্যা তাৎক্ষণিক সমাধান নাই ,
মানব জীবন যেনো কষ্টের তো ভাই।