আমি ও সেদিন গিয়ে ছিলাম
কোমর পানি ভেঙে,
গামছা লুঙ্গি ভিজিয়ে সবাই
পার হয় এক সঙে।
রাস্তার মাঝে পানি ভরতি
যেতে হবে হাটে,
বাঁচতে হলে খেতে হবে
চলে সবাই ঘাটে।
ভাঙ্গা রাস্তার মাঝে দেখি
কেউবা যায় পড়ে,
রাস্তার মাঝে পানির নিচে
ছোট পাথরে পা ছিঁড়ে।
বাজার এখন পানির নিচে
দোকান গুলো জেগে,
দ্রব্য মূল্য বেড়ে গেছে
অতীত রেকর্ড ভেঙে।
হাজারো মানুষ দূর ভোগে
লাভ কি থেকে সাবধান,
আল্লাহ ছাড়া দিতে পারবে না
কেউ এর সমাধান।