ষোল আনা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-০১-২০২৩ ইং
সমাজ মাঝে নেতা তোমার
পদপদবী চাই,
মানছো তুমি সকল কিছু
কাজের বেলায় নাই।
পানে থেকে ঐ চুন পড়লে
করছো অপমান,
গায় পড়েছো লম্বা জামা
আসলে শয়তান।
নীতিকথা তোমার মুখে
বলো আত্মিকতায়,
জালিমের সাথে চলো আর
দেখি এস্তেমায়।
ভুলের কথা বললে তোমায়
কানে দাও তালা,
নিজের বেলায় ষোল আনা
পরছো ফুল মালা।
কথায় তোমার মুক্তা ঝরে
মিথ্যায় করো মিট,
জলে-স্থলে যেথায় দেখি
সকল জায়গায় ফিট।