শক্তি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০২-২০২৩ ইং

ভালো লাগে না পড়াশোনা
যতই করি চেষ্টা,
বড় কাকার অনেক টাকা
ছাড়তে হবে দেশটা।

শোনো বাবা বলি তোমায়
টাকা হল শক্তি,
তোমার খোকা বড় হবে
পাবে সালাম ভক্তি।

ব্যাগ ভর্তি বাজার নিয়ে
আসবে বাড়ি নিত্য,
অভাব তখন চলে যাবে
ভালো থাকতে চিত্ত।

মসলা পেলে হাতে তালি
যাহা করি কর্ম,
চুরে কি আর বুঝবে বল
ভালো কাজের মর্ম।