সুখের ছোঁয়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ 25-02-2023 ইং
এই জীবনে চাইনা কিছু
নেই তো কোন বড়াই,
চাইনা হতে পরম বন্ধু
নিজের সাথে লড়াই।
বিশাল কোন স্বপ্ন মাঝে
কথা বলার বাহার,
ভাঙ্গা ঘরে স্বপ্ন দেখি
এক বেলাতে আহার।
ঘুমের ঘরে বাদশা আমি
ঘুমটা ভাঙলে অভাব,
এক মুঠো ভাত দিলে পরে
গল্প বলার স্বভাব।
আসেন বাবু বসেন পাশে
আমার আছে তাড়া,
কেমন করে বলবো আমি
দুঃখের সাথী তারা।
হাসতে কবে ভুলে গেছি
পাইনি সুখের ছোঁয়া,
খেটে খাওয়া জীবন মানে
প্রখর রৌদ্রে ধোঁয়া।