সুখে পাখি
মোঃ বুলবুল হোসেন
তারিখ:২৭-১০-২০২১ ইং


তোমায় ছেড়ে কেমনে থাকি
ভাবতে অবাক লাগে,
ক্ষণিকের এই স্মৃতি গুলো
থাকলো আমার ভাগে।

তোমার কাছে একটাই চাওয়া
ভালোবাসা পাওয়া,
যতোদিন দেহে থাকবে  প্রাণ
ভালবেসে যাওয়া।

বুকের মাঝে তোমার স্মৃতি
যত্নে বেঁধে রাখি,
তোমায় নিয়ে স্বপ্ন যতো
আমার সুখে পাখি।