সুখের ফাগুন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-১২-২০২১ ইং
খালি চোখে দেখি যায়ে
আসলে সত্য নয়,
সত্য টুকু জানতে হলে
জানো তার পরিচয়।
কোথায় ছিলাম কোথায় আছি
কে কার কাছাকাছি,
যেতে হবে পরোপারে
হয় তার কাছাকাছি।
খনিকের সুখ পাওয়ার আশায়
বুকে তুলে আগুন,
দুই দিনের এই কষ্টের জীবন
পাবে সুখের ফাগুন।