এমন সুখ কি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০১-২০২২ ইং

                    
এই গাঁয়েতে জন্ম আমার
এই গাঁয়েতে ঘর,
ভাঙ্গা চালে  উঁকি মারে
চাঁদ  মামা কি  পর ।

মাটির তৈরি দেহ খানি
মাটিতে হয়  বাস,
মুক্ত হাওয়ায়  ডানা মেলি  
বুক ভরা নিঃশ্বাস।

বৃষ্টির সাথে বলবো  কথা
গাইবো সুরে  গান,
ঘরের মাঝে সাঁতার কাটি
নেচে ওঠে প্রাণ।

রোদে পুড়ে বৃষ্টি ভেজায়
কিসের আবার ভয়।
এমন সুখ কি ইট পাথরে
করতে পারে জয়।