সুখ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৫-১১-২০২২ ইং
শান্তি সেতো উড়াল পাখি
নিজ গতি চলে,
দিবানিশি খুঁজি তারে
স্থলে ও জলে।
শান্তির বাড়ি অচিনপুরে
দিন গুনি আশায়,
পোড়া কপাল পেলো নাতো
মন চলে দিশায়।
তোমায় ছেড়ে চলতে পারি
অচিন পুরের সুখ,
ভাঙ্গা গড়া এই জীবনে
সঙ্গী আমার দুখ।