মানুষ আমরা কেনো এতো
অপরের দোষ খুঁজি,
নিজের কাছে প্রশ্ন করি
করছি সঠিক রুজি।
মানুষ আমরা নিজে কে যে
কেনো বড়ো ভাবি,
আমার আমার করে শুধু
করে যাই যে দাবি।
ভালো কাজে বাধা শুধু
মানুষের যে স্বভাব,
ছন্নছাড়া জীবন আমার
লেগে থাকে অভাব।
অপরের ক্ষতি করে তুমি
থাকতে পারলে সুখে,
তোমার হাসি দশের কাঁন্না
আছে সবাই দুঃখে।
দশের ভালো চেয়ে দেখো
পাবে মনে শান্তি,
উদার মনের মানুষ হবে
চলে যাবে ক্লান্তি।