সবে বরাত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-০৩-২০২২ ইং
বছরে একটি রাত্রি কে
ভাগ্য রজনী জানি,
সকল মুসলমান তাকে যে
সবে বরাত মানি।
এই রাত্রিতে পাবে প্রভুর
সকল রহমতের,
এর মহিমা শেষ হবার নয়
সবে বরাত রাতের।
দয়ার সাগর দয়া করো
চাই একটু ক্ষমা,
একটু শান্তি চাই গো প্রভু
পাপ যে আমার জমা।
এই রাত্রিতে প্রভু আমার
লিখবে ভাগ্য খানি,
সকল গুনাহ মুছে দিয়ে
মুক্ত করবেন জানি।