স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব ও বুলবুল পুস্তক প্রকাশনীর প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ উপলক্ষে সাহিত্য সভা ।
স্থান : কবিতা ক্যাফে, কাঁটাবন, শাহবাগ, ঢাকা।
তারিখঃ ০৯-০৪-২০২১ইং রোজ শুক্রবার ।
সময় : বিকাল ০৩ টা থেকে রাত্রি ০৯ পর্যন্ত।
বাংলা কবিতা আসরের সকল কবিকে নিমন্ত্রণ করা হলো। যারা যারা সাহিত্য সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন
মোবাইল নাম্বারঃ
বিকাশঃ
০১৭২৫-১৩৪৪৪৬
bulbulprokashoni01@gmail.com
নিবন্ধনের শেষ সময়ঃ ০৫-০৪-২০২১ইং
আয়োজনে: বুলবুল পুস্তক প্রকাশনী, কালিহাতী, টাঙ্গাইল।
আশা রাখি নিবন্ধন করব এবং নিবন্ধনের টাকা প্রিয় কবি মোজাম্মেল দা মোবাইলে বিকাশ করেছি যে নম্বর থেকে বিকাশ করেছি তা হলো ০১৭২৪৫৪৩০৮১
তবে---------------------
অনুষ্ঠান সাফল্য কামনা করি
বুলবুল পুস্তক প্রকাশনীর প্রতি রইলো অশেষ শুভ কামনা।
কবিতা ক্যাফের ঠিকানা: ২৩৪, সি, খাইরুন্নেছা ম্যানসন(২য় তলা)
নিউ এলিফ্যান্ট রোড,কাঁটাবন,ঢাকা-১২০৫।
কবিদেরকে নিয়ে সাহিত্য অনুষ্ঠান, খুবই ভাল উদ্যোগ। এমন উদ্যোগের সাফল্য কামনা করি। কবির সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুলবুল পুস্তক প্রকাশনী কর্তৃক আয়োজিত সাহিত্য সভার সাফল্য কামনা করছি। আশা করি, বাংলা কবিতার আসরের কবিগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবেন। শুভকামনা কবি মোঃ বুলবুল হোসেন। শুভকামনা বুলবুল পুস্তক প্রকাশনী।
কবি কে > কবিকে