শিশুর কান্না
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৪-২০২১ইং

বেকার থাকবো আর কতদিন
হাড়িতে নাই ভাত,
কাজের খোঁজে রাস্তায় গেলে
করে যায় উৎপাত।

চোখের জলে বুক ভেসে যায়
ঘরে নাই চাল ডাল,
দিবে না কেউ ছায়া আমায়
ধরবে না কেউ হাল।

শিশুর কান্না সয়না প্রাণে
এনে দাও  কেউ বিষ,
দিনে একবার খেতে পারতাম
হলেও নিরামিষ।