শিয়াল গাইবে গান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০২-২০২২ ইং
বাঘ মামা বায়না ধরেছে
শিয়াল গাইবে গান,
খুশি হয়ে শিয়াল বলে
কিছু খাবার আন।
খাবার শেষে দেখো মামা
গলায় কেমন টান,
গান শুনে রেগে গেলে
শিয়াল ধরে কান।
বাঘ মামা ছাড়ো না আমায়
থাকলো না আর মান,
লোকে দেখলে মামা তোমার
থাকবে না সম্মান।