শিয়াল মামা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-০১-২০২২ ইং
বিলের মাঝে শিয়াল মামা
বসে বিকেল বেলা,
হাঁসের দলে ফিরবে যখন
করবে নানান খেলা।
তাই না শুনে খোকন সোনা
বিলের ধারে ছুটে,
দেখবে এবার শিয়াল মামা
কেমন ফায়দা লুটে।
খোকন বলে ও দাদা ভাই
হাঁসকে করো মানা,
শিয়াল মামা খেয়ে ফেলবে
হাঁসের ছোট্টু ছানা।
ও দাদা ভাই আমার হাতে
নিয়েছি লাঠি নাও,
দেখবো এবার শিয়াল মামা
কেমনে খাবার খাও।