সময়ের ব্যবধান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৩-২০২২ ইং
বিচিত্র এই জগৎ সংসার
স্বার্থের মাঝে পড়ে,
সময়ের এই খরা স্রোত
কেউ কি ক্ষতি করে।
কাউকে ঠকানো অভ্যাস থাকলে
ত্যাগ করে দিবেন,
একদিন হয়তো ঠকতে ঠকতে
সেতো শিখে নিবেন।
ঠকাতে ঠকাতে হয়তো একদিন
চরম মূল্য পাবেন,
সময় একদিন উল্টো হাঁটবে
তখন কোথায় যাবেন।