সুস্থ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-১১-২২ ইং

শরীর ভালো  জগৎ  সুন্দর
জীবন তোমার ভালো,
অসুস্থ মন জীবন থেকে  
নিভে গেছে আলো।

বন্ধু আত্নীয় যাহা বলো
ভালো থাকতে দেয়না ,
সুস্থ মানব কর্ম উজ্জ্বল
কালো তাকে পায় না।

মানব তুমি প্রভুর কাছে
সুস্থ জীবন চাওয়া,
দয়া করো দয়ার সাগর
হয় যেনো সব পাওয়া।