সূর্য মামা
মোঃ বুলবুল হোসেন
সূর্য মামা হাসছে দেখো
পূর্বে আকাশ ওই,
ছোট কাকা কেমন করে
ঘুমের ঘরে রই।
তোমায় দেখে মিষ্টি সুরে
পাখি করছে গান,
বিলের বুকে শাপলা হাসে
দাদার মুখে পান।
দূর্বাঘাসে শিশির বিন্দু
কি ঝলমল করে,
মাছ ধরতে জেলেদের দল
জাল টেনে ধরে।
সকাল বেলায় মিষ্টি রোদে
সূর্য মামা সই
ফুলের মাঝে ভ্রমর গুলো
মধু তুলে ওই।
ভোরের আলো সবুজ মাঠে
হিমেল হাওয়ায় দুল,
ভোর বেলাতে গন্ধ বিলায়
গোলাপ বকুল ফুল।