সুখের পায়রা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৭-০২-২০২৩ ইং
শেখা বুলি বলতে হবে
তালা মারা ঠোঁটে,
বাঁচতে হলে জানতে হবে
হৃদয় কেঁপে ওঠে।
অভিমানী সুখের পায়রা
চলে গেছে কবে,
দুঃখের কথা বলবো কারে
ওদের দলে সবে।
স্বার্থের কাছে বন্ধু স্বজন
ভালর হয় না দেখা,
অর্থ নামের সুখের পাখি
বড্ড লাগে একা।