শীত এসেছে শীত এসেছে
শীতের পরশ নিয়ে,
সাত সকালে দাদু কাঁপে
চাদর মুড়ি দিয়ে।
শীতল হাওয়া কাঁপন তোলে
অনাথ শিশুর বাড়ি,
খড় কুটাতে অগ্নি শিখা
গরম হাওয়ার গাড়ি।
বস্ত্র খুঁজে অনাথ শিশু
রাস্তায় রাস্তায় ঘুরে,
গরম কাপড় পাওয়ার আশায়
শিশুর আবেশ জুড়ে।
অনাথ শিশুর পাশে দাঁড়াই
মহৎ ব্যক্তি যারা,
অনাথ সুখে প্রভু খুশি
সুফল পাবে তারা।