শিক্ষার আলো
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০৯-২০২২ ইং
খোকা আমার কাজের ছেলে
কর্মে নাই ফাঁকি,
মানুষের মতো মানুষ হবে
তার স্বপ্ন আঁকি।
সঠিক পথে রুজি করে
খাবে হয়তো ডাল,
ভাতে মাছে বাঙালি ঐ
আরো কিছু চাল।
কৃষি কাজে মন দিবে সে
তুলবে কিছু সিম,
মুরগি পালন করে সেতো
আসবে নিয়ে ডিম।
লেখাপড়া করলে কি আর
চাকরি করতে হয়,
মেধাটাকে কাজে লাগাও
থাকবে নাতো ভয়।
শিক্ষার আলো ছড়াতে হবে
হেলা নয়তো আর,
উল্টো-পাল্টা ধরিয়ে দাও
ভুল হবেনা তার।