নিজের ভূমি জবর দখল
পরাধীনতার পড়ে,
বাংলার স্বাধীনতা আনতে
শেখ মুজিব লড়ে।
বাংলার বন্ধু শেখ মুজিব
মুজিব সবার প্রাণে,
মুজিব তুমি কোটি কন্ঠে
দেশের মাটির ঘ্রাণে।
স্বাধীন দেশ স্বাধীন পতাকা
পেলাম অবশেষে,
তোমার অবদান শেখ মুজিব
ভুলবে না এই দেশে।