সাধ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৪-০৯-২০২২ ইং
ইচ্ছে করে আকাশ বুকে
ডানা মেলে উড়তে ,
তারার দেশে চলে যাবো
তারার মেলায় ঘুরতে।
তারার সাথে বলবো কথা
দিকি দিকি জ্বলতে,
কোকিলের ন্যায় কণ্ঠ স্বরে
মনের কথা বলতে।
চাঁদের বুকে ঘর বানাবো
হবে কি আর বলতে,
তোমার খোকা আসবে ফিরে
হবে না আর কাঁদতে।