ইস্কুল বন্ধ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০৫-২০২১ইং
আয়রে ছুটে খোকা-খুকি
পাঠশালাতে চলে,
খেলার মাঠে হয়না দেখা
স্কুল বন্ধ বলে।
বেলা শেষে বাড়ি ফিরবো
নয়তো কোনো খেলা,
মা বলেছে বাড়ি ফিরতে
করবো নাতো হেলা।
সবাই মিলে দুপুর বেলায়
খেয়ে শান্তির ঘুম,
বিকাল বেলায় খেলার মাঠে
কতো যে খেলার ধুম।
ছুটছে সময় খোকা-খুকির
বই-খাতা যায় ভুলে,
খেলার সময় হিমেল হাওয়ায়
দোলা লাগে চুলে।
মোবাইল গেম খোকা-খুকির
রাত্রি হয়ে যায় শেষ,
লেখা পড়া চালু করো
নয়তো হবে নিঃশেষ।