স্বার্থ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৫-২০২২ ইং

সারা জীবন পরের সেবায়
করছো জীবন পার,
একটু খানি ব্যাথা পেলে  
কেউ পাশে  নাই তার।

দুই দিন আগে বলতো পাড়া  
পাশে আছি  ভাই।
চুন  থেকে পান খসিলে
দেখো ভাই আর নাই।

মানব  জাতি  স্বার্থের পাগল
স্বার্থ বিহীন ভুল,
রুখে  দাঁড়াও  হও হুশিয়ার
থাকতে তোমার কূল।