স্বার্থ শেষে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৩-২০২২ ইং


ভুল ধরার মানুষ পাবে
কাজের মানুষ নাই,
ভালো-মন্দ দেখে চলার
মানুষ কি আর পাই।

ভুল পথে চলে দেখো
বন্ধুর অভাব নাই,
স্বার্থ শেষে কেটে পড়বে
দেখবে ভাই আর নাই।

সময় থাকতে ফিরে এসো
পাও যদি ক্ষমা,
হয়তো চলতে কষ্ট হবে
নও তুমি তামা।